গ্রীসের মরিয়া শরণার্থী শিবিরে আগুন, নারী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রীসের লেসবোস দ্বীপের মরিয়া শিবিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় একজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। তবে আরেক প্রতিবেদনে বলা হয়েছে সেখানে এক ভুক্তভোগী শিশুও ছিলো।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এতথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

আগুন নিভাতে দমকলকর্মীদের ধীর গতি দেখে একপর্যায়ে শরণার্থী শিবিরটিতে দাঙ্গার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ অভিবাসীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উল্লেখ্য,২০১৫ সালে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে প্রায় এক মিলিয়ন মানুষ দ্বীপটিতে আশ্রয় নেয়। তিন হাজার লোকের ধারণ ক্ষমতা থাকলেও দ্বীপটিতে তাঁবু করে ও জাহাজের কন্টেইনারে প্রায় ১২ হাজার মানুষ বাস করছে। এর আগে, ২০১৮ সালে বিবিসি'র ভিক্টোরিয়া ডার্বিশায়ার এক প্রতিবেদনে সেখানের ভয়াবহ পরিস্থিতি প্রকাশ করলে জাতিসংঘের শরণার্থী সংস্থা গ্রিসকে লেসবোস থেকে আশ্রয় প্রার্থীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।