ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নিহত ২৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৮ জন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পাপুয়াতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পাপুয়ার সামরিক মুখপাত্র একো দারিয়্যান্তো জানান, বিক্ষোভকারীরা পাপুয়ার একটি সরকারি অফিসে আগুন দিলে ভবনে অনেক মানুষ আটকা পড়ে যায়। এতে ২৩ জনের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাপুয়া প্রদেশের রাজধানী জয়পুরে আরেক প্রতিবাদে কমপক্ষে একজন সৈনিক ও তিন বেসামরিক লোক মারা গেছেন।

বিক্ষোভকারীদের চাপে দেশটিতে বিমানবন্দর বন্ধ রেখেছে সরকার। পাশাপাশি সমস্যা সমাধানের জন্য প্রায় এক হাজার সেনা মাঠে মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, একজন শিক্ষক পাপুয়া প্রদেশের এক আদিবাসী ছাত্রকে অপমান করেছেন এমন গুজবে পুরো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর ফলে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর, দোকানপাট ও রাস্তায় আগুন লাগিয়ে বিক্ষোভ করে। তবে এই তদন্তে অপমানজনক কিছু পায়নি পুলিশ। তাদের ধারণা, দাঙা সৃষ্টির জন্যই এমন গুজব তৈরি করা হয়েছিল।

এর আগে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে পাপুয়ার আদিবাসীদের নিরাপত্তা বাহিনী বানর ও কুকুর বলেছিল। যার ফলে তখনো পাপুয়ার আদিবাসীরা বিক্ষোভ করে