৪০ মিনিট ধরে সার্জারি করে বাঁচানো হলো মাছ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সার্জারি করে বাঁচানো মলি মাছ,   ছবি: সংগৃহীত

সার্জারি করে বাঁচানো মলি মাছ, ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪০ মিনিট ধরে সার্জারি করে বাঁচানো হলো ১ গ্রামেরও কম ওজনের মাছ। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। মলি নামক ক্ষুদ্রাকৃতির মাছটিকে বাঁচাতে করা হয়েছে অপারেশন।

মাত্র এক ইঞ্চি লম্বা এবং এক গ্রামের চেয়েও কম ওজনের মাছটিকে নিয়ে যেতে হয়েছে অপারেশন থিয়েটারে। মাছটির পাকস্থলীতে একটি টিউমার হয়েছিল। যা অপসারণের জন্য র‌্যাডিকাল সার্জারি করার প্রয়োজন হয়।

বিজ্ঞাপন

পরে দীর্ঘ ৪০ মিনিট ধরে চলে অপারেশন। পশু চিকিৎসক সনিয়া মাইলস এবং তার সহযোগী নার্স লরা ওয়ারেন এই অপারেশন করেন।

আরও অবাক করা বিষয় হলো এই অপারেশনে খরচ হয়েছে ১০০ ইউরো। মাছটি এখন সুস্থ আছে বলে জানান চিকিৎসক।

মূলত মলি নামক মাছটিকে উপহার হিসেবে পায় এক দম্পতি। কিছুদিন পরে তারা মলির টিউমারটি দেখেন এবং চিকিৎসকের কাছে নিয়ে যান।