আবার আবেদন করতে পারবেন আসামের বাদ পড়া জনগণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আসামের এনআরসিতে ঠাঁই হয়নি তাদের, ছবি: সংগৃহীত

আসামের এনআরসিতে ঠাঁই হয়নি তাদের, ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্য শনিবার (৩১ আগস্ট) চূড়ান্ত নাগরিকত্বের তালিকা (এনআরসি) প্রকাশ করে স্বীকৃতি দিয়েছে ৩ কোটি ১১ লাখ বাসিন্দাকে। কিন্তু সেই রাজ্যে বসবাসরত বাকি ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাঙালিকে চূড়ান্ত নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এক ধাক্কায় প্রায় ২০ লাখ নাগরিক অবৈধ হয়ে গিয়েছে।

ভারত সরকার বলেছে, যাদের নাম এনআরসির অন্তর্ভুক্ত নয়, সমস্ত বৈধ বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হবে না।

বিজ্ঞাপন

এনআরসি সমন্বয়কারী প্রিতেক হাজেলা এক বিবৃতিতে বলেছেন, ‘ফলাফল নিয়ে সন্তুষ্ট নন এমন যে কেউ দাবি ও আপত্তি নিয়ে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে পারেন। আপিল দায়েরের সময়সীমা ৬০ থেকে ১২০ দিন বাড়ানো হয়েছে।’

নাগরিকদের তালিকা থেকে যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক অনন্ত কুমার মালো। এআইইউডিএফ যেটি আসামের দ্বিতীয়-শক্তিশালী বিরোধী দল।

আরো পড়ুন: আসামে বাদ পড়াদের বিষয়ে সজাগ থাকতে হবে

আসামে রাষ্ট্রহীন ১৯ লাখ বাঙালি