হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হংকংয়ে সাত সপ্তাহ ধরে চলতে থাকা প্রত্যার্পণ বিলের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুঁড়ে।

সোমবার (২২ জুলাই) আন্তজার্তিক সংবাদমাধ্যম জানায়, রোববার (২১ জুলাই) দিবাগত রাতে সাদা টি শার্ট ও কালো মাস্ক পরে বিক্ষোভকারীরা হংকং শহরের ইউয়েন লং স্টেশনে ভিড় করতে থাকে। সেখানে বিক্ষোভকারীরা ভাঙচুর করলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে সারারাত ধরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত থাকে। 

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/22/1563775603094.jpg
প্রত্যার্পণ বিলের প্রতিবাদে গত ৩ জুলাই থেকে হংকংয়ের সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে 

 

হংকং ইনফরমেশন সার্ভিস বিভাগের মতে, সহিংসতায় আহত ৪৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৫/৬ জনের অবস্থা সংকটপূর্ণ।

এদিকে, প্রত্যার্পণ বিলের প্রতিবাদে গত ৩ জুলাই থেকে হংকংয়ের সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। তবে গতকালের সংঘর্ষ ছিলো আগের থেকে অনেক বেশি ভয়াবহ। এর আগে সকালে বিক্ষোভকারীরা কালো পোষাকে প্রতিবাদ মিছিল বের করে। 

আরও পড়ুন:

হংকংয়ে পার্লামেন্ট ভবন ভাঙচুর

গণবিক্ষোভের মুখে হংকংয়ে সরকারি দফতর বন্ধ ঘোষণা

চীনের প্রত্যর্পণ বিলের প্রতিবাদে নতুন ‘আমব্রেলা মুভমেন্ট’