গুজরাটে চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুজরাটে চারতলা ভবনে ভয়াবহ আগুন, ছবি: সংগৃহীত

গুজরাটে চারতলা ভবনে ভয়াবহ আগুন, ছবি: সংগৃহীত

ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ভবনে অর্ধশতাধিক লোক আটকা পড়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/24/1558706776186.JPG

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুরাতের একটি বহুতল ভবনে শুক্রবার বিকেলে আগুন লাগে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। ভবনের ওপরের তালায় কোচিং সেন্টার রয়েছে। প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহতদের বেশিরভাগ কোচিং সেন্টারের শিক্ষার্থী ও শিক্ষক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/24/1558706883350.jpg

চারতলা ভবনে আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে আশ্রয় নেন। আতঙ্কিত অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়েন।

সুরাতের মেয়র জগদীশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত আটটি মরদেহ ভবন থেকে বের করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশপাশের ভবন থেকে মানুষজন সরিয়ে নেওয়া হচ্ছে।