নীরবতা ভেঙে মোদিকে রাহুলের অভিনন্দন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি/ছবি: সংগৃহীত

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি/ছবি: সংগৃহীত

ভারতে ১৭ তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি, তার দল ও জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জয়ের সুবাস পাওয়া মাত্রই গেরুয়া শিবিরে যেন বিজয়ের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা ঠিক তেমনি পরাজিত জোটে ছিল শোকের নিস্তব্ধতা।

অবশেষে বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মুখ খোলেন ভারতের বিরোধী জোটের শীর্ষ নেতা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বিজ্ঞাপন

ভারতের জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়ে টুইটার পোস্ট দিয়েছেন রাহুল গান্ধী। এতে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ জোটকে বিজয়ের অভিনন্দন।

নির্বাচনে নিরলস কাজ করার জন্য কংগ্রেস নেতা  কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান কংগ্রেস সভাপতি।

এছাড়া ওয়ানার আসনে তাকে বিজয়ী করার জন্য সেখানকার জনগণকে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। অন্যদিকে আমেথিতে পরাজিত হলেও সেখানকার জনগণকেও ধন্যবাদ জানাতে ভুলেননি কংগ্রেস সভাপতি।