‘বিজেপিকে আবার আনতে মানুষ মন ঠিক করে ফেলেছে’

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি / ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি / ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত আজ এক উৎসবের মহল সৃষ্টি হয়েছে। বিজেপিকে আবার ক্ষমতায় আনতে মানুষ মন ঠিক করে ফেলেছে।’

শুক্রবার (২৬ এপ্রিল) বারানসি থেকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বারানসি যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মনোনয়নপত্র দাখিলের পূর্বে একটি রোড শোতে যোগ দেন।

সেখানে মোদি বলেন, ‘ভারতে মানুষ নিজেই বলছে, একবার মোদি সরকার। মানুষ আমাদের যে ভালোবাসা দেখিয়ে যাচ্ছে তার জন্য কৃতজ্ঞতা জানাই।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/26/1556262045327.jpg

এরপরে বারানসির নির্বাচন কমিশন কার্যালয়ে নরেন্দ্র মোদি তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) নেতৃবৃন্দ শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তার সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, শিরমনি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, লোক জনশক্তি পার্টির প্রধান রাম বিলাস পাসওয়ান।

মনোনয়ন পত্র দাখিলের পর সাংবাদিকদের মোদি বলেন, ‘এত বড় রোডশো শুধু বারানসির মানুষই চিন্তা করতে পারে। এত গরমে ২৪ ঘণ্টা ধরে এ রোডশো চলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার ওপর গঙ্গা মায়ের আশীর্বাদ আছে। এ পর্যন্ত তিন ধাপের ভোট হয়ে গেছে। অনেকে বলছে, মোদিতো জিতেই গেছে। তাহলে আর ভোট দেবার কি দরকার! এটি কখনই করবেন না। যাদের ভোট বাকি আছে তারা নিজের ভোট অবশ্যই দেবেন উন্নত ভারতের ভবিষ্যতের জন্য।’

আরও পড়ুন: সাধারণ চাকরি পেলেই লাড্ডু বিতরণ করতেন মা: মোদি

গত পাঁচ বছরে মোদি এ নিয়ে ১৯ বার বারানসি যান। ২০১৪ সালের নির্বাচনে বারানসি থেকে ৫ লাখ ৮১ হাজার ২২ ভোট পেয়ে জয় পান তিনি। গুজরাটের একটি আসন থেকেও নির্বাচনে লড়ে জিতেছিলেন তিনি। তবে এবার সেই আসনটি ছেড়ে দেন।

উল্লেখ্য, বারানসিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ মে।