মনোনয়ন কিনতে বারানসি যাবেন মোদি

  • খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছবি: বার্তা২৪.কম

নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছবি: বার্তা২৪.কম

বারানসি থেকে: তিন দিনের সফরে আগামী ২৫ এপ্রিল বারানসি আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৬ এপ্রিল বারানসি থেকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি। বারানসিস্থ বিজেপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বারানসিতে মনোনয়নপত্র দাখিল করার আগে ২৫ এপ্রিল একটি রোড শোতে যোগ দেবেন নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতারা বারানসির রোড শোতে যোগ দেবেন বলেও জানা গেছে।

সরকার প্রধান থাকাকালীন গত ৫ বছরে মোদি ১৮ বার বারানসি এসেছেন। গেল নির্বাচনে বারানসিতে জয় পান মোদি।

২০১৪ সালে বারানসি থেকে ৫ লক্ষ ৮১ হাজার ২২ ভোট পেয়ে জয় পান তিনি। গুজরাটের একটি আসন থেকেও নির্বাচন লড়ে জিতেছিলেন তিনি। তবে এবার সেই আসনটি ছেড়ে দেন।

এদিকে কাশী বিশ্বনাথের মন্দির উদ্ধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। গঙ্গা থেকে অর্ধ মাইল দূরে এ মন্দিরটিকে সরাসরি দর্শনে সামনে ছোট ছোট মন্দির অটুট রেখে সব কিছুকেই গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এ কাজের অগ্রগতি পরিদর্শন করতে পারেন বলেও বিজেপি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বারানসিতে অনুষ্ঠিত হবে ১৯ মে।