বাংলাদেশে নিখোঁজ হওয়া সন্তান ফেরত চান ভারতীয় মা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে নিখোঁজ হওয়া সন্তানের ছবি হাতে হায়দ্রাবাদের জুলেখা বেগম/ ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিখোঁজ হওয়া সন্তানের ছবি হাতে হায়দ্রাবাদের জুলেখা বেগম/ ছবি: সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদের একজন মা বাংলাদেশে নিঁখোজ হওয়া সন্তানকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন করেছেন।

হায়দ্রাবাদের জুলেখা বেগম নামে ঐ নারী জানান, বাংলাদেশে কিছু অপরিচিত লোক তার সন্তান মোহাম্মদ ইমরানের কাছ থেকে জোর করে পাসপোর্ট ও অন্যন্য জিনিস কেড়ে নিয়েছে। 

বিজ্ঞাপন

জুলেখা বেগম বলেন, ‘১৫ মাস আগে আমার সন্তান ওমানে গিয়ে একটি দোকানে কাজ শুরু করে। সেখানে একজন বাংলাদেশির সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরপর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর সে ছুটিতে হায়দ্রাবাদ আসে এবং দুই মাস বাড়িতে অবস্থান করে। এরপর সে জানায়, কাজের জন্যে কলকাতা যাবে।’

তিনি আরও বলেন, ‘এরও কিছুদিন পর সে ফোনে জানায় বাংলাদেশে গিয়েছে এবং ওমানে পরিচয় হওয়া বাংলাদেশি বন্ধুর বিয়েতে অতিথি হয়েছে। সে দুই তিনদিনের মধ্যে ফিরে আসবে। তবে সে আর ফিরে আসেনি।’

এই সংকট থেকে উত্তরণের জন্যে নিজের সন্তানের নিরাপদ প্রত্যাবর্তন চেয়ে সুষমা স্বরাজের কাছে আবেদন করেছেন ঐ মা।

জুলেখা বেগম বলেন, ‘এর আরও ১৫ দিন পর আমার সন্তান ফোন দিয়ে জানায়, কিছু লোক জোরপূর্বক তার পাসপোর্ট কেড়ে নিয়েছে এবং আমাদের সঙ্গে কথাও বলতে দিচ্ছে না। আমি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নিকট আকুল আবেদন জানাই আমার সন্তান যেন নিরাপদে হায়দ্রাবাদে ফিরে আসে।’