নিউজিল্যান্ডের মসজিদে হামলা

নিখোঁজ ৯ ভারতীয় বংশোদ্ভূত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে মসজিদে হামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে মসজিদে হামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনার পর থেকে ন'জন ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতও নিখোঁজ বলে জানা গেছে।

ভারতীয় বংশোদ্ভূতদের নিখোঁজ হওয়ার খবর নিউজিল্যান্ডের ভারতীয় দূতাবাস জানিয়েছে। এদিকে নিহত ৪৯ জনের মধ্যে ২ জন ভারতীয়ও রয়েছেন। আরেকজন চিকিৎসাধীন অবস্থা মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বিজ্ঞাপন

শুক্রবারের (১৫ মার্চ) নামাজের সময়ই বন্দুকধারী ওই আক্রমণ চালায়। শুধু মসজিদের ভিতরেই নয়, মসজিদের বাইরেও গুলি চালায়। এতে ৪৯ জন নিহত এবং  ২০ জন আহত হন।

প্রাথমিক তদন্তের পর হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ' বলে অ্যাখ্যা দিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভারতের হায়দরাবাদের একটি পরিবারের দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন। তাঁর ভাই নিখোঁজ বলে জানা গেছে। ওই পরিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

এদিকে যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও ছিলেন। তবে তারা নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

গুলি চালনা পর থেকে গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে । একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।