আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজ্য মহারাষ্ট্রে একটি ট্রেনে আগুনের গুজব আতঙ্কে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়া যাত্রীদের পিষে গেছে অন্য একটি ট্রেন। এতে ১১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে মধ্য রেলওয়ের কর্মকর্তারা।  

বুধবার (২২ জানুয়ারি) রাজ্যেটির জলগাঁও জেলার পাচোরো এলাকার পারধাদে স্টেশনের কাছে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি।   

বিজ্ঞাপন

এতে বলা হয়, লখনউ থেকে মুম্বাইয়ে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেস ট্রেনে বিকেল ৫ টার দিকে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এতে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

মধ্য রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপ্নিল নীলা বলেন, পুষ্পক এক্সপ্রেসের আগুনের গুজব আতঙ্কে বেশকিছু যাত্রী লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ এক রেল কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমাদের প্রাথমিক ধারণা একটি কোচের ভিতরে আগুনের 'হট এক্সেল' বা 'ব্রেক-বাইন্ডিং' (জ্যামিং) এর কারণে ট্রেনটির একটি কোচের ভিতরে স্ফুলিঙ্গ হয়েছিল। এতে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ চেইন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছিলো আবার অনেকে ভয়ে ঝাঁপ দেয়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।" 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এ ঘটনার শোক প্রকাশ করে জানান, হতাহতের সহায়তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমএলএ গিরিশ মহাজন, পুলিশ সুপার ও জেলা কালেক্টর ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো জেলা প্রশাসন রেলওয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করা হচ্ছে। ৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সাধারণ হাসপাতালের পাশাপাশি আশেপাশের অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।