নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বৈশ্বিক জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দুই অঙ্গকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে চীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক ব্রিফিংয়ে বলেন, “চীন বিশ্বাস করে, বিশ্ব মানবতা রক্ষার্থে এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা উচিত, যার মাধ্যমে বিভিন্ন দেশ ও জাতির সেবা প্রদান করা হয়। এই দায়িত্ব পালনে ডব্লিউএইচওর প্রতি চীনের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
জিয়াকুন প্যারিস চুক্তির প্রতি চীনের সমর্থন জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন হলো এমন একটি চ্যালেঞ্জ, যা মোকাবিলার দায়িত্ব বিশ্বের সব দেশের, সব জাতির, সব মানুষের। এটি এমন একটি চ্যালেঞ্জ, যার ফলে কোনো একটি দেশ যেমন এককভাবে ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি কোনো একটি দেশের পক্ষে এটির সমাধান বের করাও সম্ভব নয়। সকলে একসঙ্গে কাজের মাধ্যমে বিশ্বের জলবায়ু স্বাভাবিক রাখা সম্ভব হবে।
২০২০ সালে বিশ্বজুড়ে কোভিড মহামারির সময়, করোনা ভাইরাস চীনের উহানের জৈব গবেষণাগারে তৈরি হয়েছে এবং তাদের অসাবধানতার কারণে এটি সারার বিশ্বে ছড়িয়ে পড়ার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ডব্লিউএইও ট্রাম্পের এ অভিযোগে সমর্থন না জানালে তিনি ডব্লিউএইও থেকে নাম প্রত্যাহার করেন এবং অর্থায়ন বন্ধ করে দেন।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বড় অর্থ প্রদান করে যুক্তরাষ্ট্র। এ সংস্থার মোট বাৎসরিক চাঁদার ১৫ শতাংশই আসে ওয়াশিংটন থেকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের ১৯৬টি সদস্যরাষ্ট্র জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ এবং উষ্ণতা বৃদ্ধি রোধের জন্য ২০১৫ সালে প্যারিসে জলবায়ু চুক্তি স্বাক্ষর করে । বারাক ওবামা তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
কিন্তু ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। ২০২০ জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতেও আবার অন্তর্ভুক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আবার অর্থ দেওয়া শুরু করে।
২০২৪ সালের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডব্লিউএইচও এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।