অভিষেকের দিনে চার্চে গেলেন ডোনাল্ড ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে অভিষেকের দিনটি প্রার্থনার মাধ্যমে শুরু করতে যাচ্ছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ৩০মিনিটে প্রার্থনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সোমবার (২০ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া সেন্ট জন'স চার্চে গিয়েছেন।

ট্রাম্প পরিবারের দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাচ্ছেন। তবে এবার তাদের পরিবারে বেশ পরিবর্তন এসেছে। তার ছেলে ব্যারন ট্রাম্প, নাতনি কাই ট্রাম্প এবং স্ত্রী মেলোনিয়া ট্রাম্প প্রত্যেকেই এবার ক্ষমতার শুরু থেকেই নতুন পরিবেশে জীবনযাপনের প্রস্তুতি সেরে নিচ্ছেন। 

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট-নির্বাচিত জেডি ভ্যান্স এবং তার স্ত্রী উষা ভ্যান্সও প্রার্থনার জন্য সেন্ট জনস চার্চে গিয়েছেন। এছাড়া, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোসও ট্রাম্পের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সেন্ট জন’স চার্চে উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অভিষেকের দিন চার্চে যাওয়া মার্কিন রাষ্ট্রপতিদের জন্য একটি ঐতিহ্য।