ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী রাস ইসা এবং হোদেইদাহের পশ্চিম বন্দর, রাজধানী সানার কাছে হেজিয়াজ সেন্ট্রাল পাওয়ার স্টেশন এবং আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

দেশটির স্থানীয় গণমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, শুক্রবারের বিমান হামলায় রাস ঈসা বন্দরের একজন কর্মচারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া হেজায় একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে বিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মী নিহত ও তিনজন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুতিরা চড়া মূল্য দিচ্ছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি।