বাংলাদেশি কিশোরী পাচার, তিন ভারতীয়র যাবজ্জীবন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশি কিশোরীকে অবৈধভাবে পাচারের অভিযোগে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। রোববার (৫ জানুয়ারি) নদীয়ার রানাঘাটের ফাস্ট ট্রাক আদালতের বিচারপতি মনোদীপ দাশগুপ্ত এই আদেশ দেন।

দেশটির একাধিক গণমাধ্যম জানায়, ২০২১ সালের আগস্ট মাসের শেষের দিকে ধানতলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে আনার চেষ্টা হচ্ছিল।

বিজ্ঞাপন

সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের দেখে ফেলায় দাঁড়াতে বলে। বিএসএফের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাদের পালাতে দেখে বিএসএফ-এর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। সবাই পালাতে সক্ষম হলেও এক কিশোরী বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই নারী পাচার চক্রের হদিস মেলে।

তদন্তে নেমে পুলিশ এই পাচারের সঙ্গে যুক্ত বকুল মন্ডল, জসীম মন্ডল ও লতা সরকার ওরফে পূজা বা পায়েলের নাম পায়। এই তিনজন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা।

বিজ্ঞাপন

এই ৩ জন বাংলাদেশ থেকে তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে অবৈধভাবে নিয়ে আসতো। কখনো মুম্বাই কখনো বেঙ্গালুরু মতো শহরের যৌনপল্লীতে তাদের বিক্রি করার অভিযোগ ওঠে।

ধানতলা থানার পুলিশ প্রথমে নারী পাচার চক্রের তদন্ত শুরু করে। পরবর্তীতে এই মামলার গুরুত্ব বুঝে সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। সিআইডি তদন্তে নেমে বেঙ্গালুরু থেকে বকুল ও জসিমকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে লতার নাম উঠে আসে।