অ্যালকোহলযুক্ত পানীয় ক্যানসার ঝুঁকি বাড়ায়, মার্কিন সার্জনের সতর্কতা
সিগারেটের মাত্রার মতো অ্যালকোহলযুক্ত পানীয়তেও ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই পানীয়গুলো সাত ধরনের ক্যান্সারের সঙ্গে যুক্ত। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি অ্যালকোহল–জাতীয় পানীয়র বোতলে ক্যানসার–সংক্রান্ত সতর্কতা উল্লেখ করতে আহ্বান জানিয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রয়টার্স জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি, অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণে ঝুঁকির সতর্কতা উল্লেখ করে আহ্বান জানিয়েছেন।
পরামর্শ দিয়ে তিনি জানান, অধিকাংশ আমেরিকানরা এই ঝুঁকি সম্পর্কে জানেন না। যার ফলে প্রতি বছর দেশটিতে প্রায় ১ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন আর মারা যান ২০ হাজার মানুষ। অ্যালকোহল পানের কারনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের সংখ্যা বছরে ১৩ হাজার ৫০০। এর থেকে মুক্ত রাখতে বিদ্যমান সতর্কতার লেবেলগুলো পরিবর্তন করার জন্য কংগ্রেসের একটি আইনের প্রয়োজন।
উল্লেখ্য, একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অ্যালকোহলযুক্ত পানীয় পান করার বিষয়ে যুক্তরাষ্ট্রে একটি আইন রয়েছে। যেটি ১৯৮৮ সালের পর আর পরিবর্তন করা হয়নি।
এ বিষয়ে ক্যাম্পেইনের পাশাপাশি শিক্ষামূলক প্রচারের দিকেও তাগিদ দেন এই সার্জন।
সার্জন জেনারেল এক বিবৃতি বলেছেন, অ্যালকোহলযুক্ত পানীয় (বিয়ার, ওয়াইন এবং স্পিরিট) পানের সঙ্গে সাত ধরনের ক্যান্সারের সম্পৃর্কতা রয়েছে। এর মধ্যে স্তন ক্যান্সার, গলা, লিভার, খাদ্যনালী, মুখ, স্বরযন্ত্র এবং কোলন ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
বর্তমানে মার্কিন খাদ্যতালিকা নির্দেশিকায় পুরুষদের জন্য প্রতিদিন দুই বা তার কম পানীয় ও নারীদের জন্য প্রতিদিন একটি বা তার কম পানীয় পানের সুপারিশ করে।
নতুন এক প্রতিবেদনে সুপারিশ করে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রয়োজন অনুযায়ী অ্যালকোহল স্ক্রীনিং, চিকিত্সার ওষুধগুলো ও সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রেহণ করা উচিত।
সতর্কতামূলক বিবৃতিতে বলা হয়েছে, গর্ভবতী নারীদের অ্যালকোহলযুক্ত পানীয় পান করা উচিত নয়। এতে গর্ভের সন্তান নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। এছাড়াও এর প্রভাবে গাড়ি চালানো কিংবা যন্ত্রপাতি চালানোর ক্ষমতাকে ব্যাহত করতে পারে। এমনকি এতে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিবে।
তবে এটা এখনো পরিষ্কার নয় যে সার্জন জেনারেলের সতর্কতা কখন বাস্তবায়িত হবে। এই সতর্কতার আদৌ বাস্তবায়ন হবে কিনা, তা–ও স্পষ্ট নয়। অ্যালকোহল–জাতীয় পানীয়ের বোতলে এ ধরনের সতর্কতা যোগ করার বিষয়ে সিদ্ধান্ত শেষ পর্যন্ত কংগ্রেসের কাছ থেকে আসতে হবে।
বিশ্বব্যাপী মানুষকে এ বিষয়ে সতর্ক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতো জনস্বাস্থ্য সংস্থাগুলোও তামাক নিয়ন্ত্রণের অগ্রগতির পরে এখন অ্যালকোহলের দিকে মনোযোগ দিচ্ছে।
ডব্লিউএইচও জানায়, মদ্যপানের নিরাপদ কোনো মাত্রা নেই এমনকি অল্প পরিমাণে অ্যালকোহলও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।