সিরিয়ার নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী হলেন এইচটিএস সামরিক প্রধান
সিরিয়ার নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল মারহাফ আবু কাসরাকে নিয়োগ দিয়েছে দেশটির নতুন প্রশাসন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই ঘোষণা দেয়া হয়। বুধবার (১ জানুয়ারি) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সানায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিয়ার নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মারহাফ আবু কাসরার মনোনয়ন দিয়েছে জেনারেল কমান্ড।’
৪১ বছর বয়সি আবু কাসরা একজন সাবেক কৃষিবিদ। পাঁচ বছর ধরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর সশস্ত্র শাখার নেতৃত্ব দিয়েছেন তিনি।
ইসলামপন্থি বিদ্রোহী বাহিনীর কমান্ডার হিসেবে, ৮ ডিসেম্বর উত্তর সিরিয়া থেকে রাজধানী দামেস্কে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাসরা। এরপর ক্ষমতা ছাড়তে বাধ্য হন কয়েক দশক ধরে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা বাশার আল-আসাদ।
এর আগে রোববার এইচটিএস প্রধান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা একটি ডিক্রি জারি করে আবু কাসরাকে জেনারেলের পদমর্যাদা দেন।
গত ১৭ ডিসেম্বর এক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার কাসরা বলেন, প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে এইচটিএস তার সশস্ত্র শাখাকে বিলুপ্ত করবে এবং জাতীয় বাহিনীর সঙ্গে একীভূত করবে। অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিও এটি করার দাবি জানান তিনি।