জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত: সিরিয়ার প্রধানমন্ত্রী
ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তাঁর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত।
রোববার (৮ ডিসেম্বর) তাঁর ফেসবুক একাউন্টে প্রচারিত এক বক্তৃতায় একথা বলেছেন।
- অজানা গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন আসাদ: বিবিসি
- আসাদের অবস্থান জানাল প্রেসিডেন্টের কার্যালয়
- দামেস্কে প্রবেশ করার দাবি বিদ্রোহী গোষ্ঠীর, চলছে গোলাগুলি
বক্তৃতায় তিনি বলেছনে, "এই দেশটি একটি স্বাভাবিক দেশ হতে পারে যেটি তার প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে...। তবে এটি সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতৃত্বের উপর নির্ভর করে। আমরা এটিকে (সেই নেতৃত্বকে) সহযোগিতা করতে প্রস্তুত এবং সম্ভাব্য সব ধরনের প্রস্তাব দিতে প্রস্তুত।"
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি।
তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, "আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।"