পালিয়েছেন বাশার-আল আসাদ, দামেস্কে জনতার উল্লাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্ক থেকে সেনা প্রত্যাহার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতেই দামেস্কের রাস্তায় নেমে উল্লাস করছেন হাজার হাজার বাসিন্দা।

রোববার (৮ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দামেস্ক থেকে সরে গেছেন। সেনা প্রত্যাহারের পরেই দামেস্কের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এরপর তাদেরকে উল্লাস করতে দেখা যায়। তারা ‘আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে মিউজিকের সঙ্গে সঙ্গে একটি ট্যাঙ্কের চারপাশে বিদ্রোহী বাহিনীদের উল্লাস করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে রয়টার্স জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একদিনের যুদ্ধের পর রোববার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ হোমস শহর দখল নিয়েছে বলে ঘোষণা দিয়েছে। হোমস শহর দখলের পর উদযাপনও করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোমস দখলের পর বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। এ সময় আসাদ বাহিনীর কোন চিহ্ন ছিল না। হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি।

তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, "আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।"