আসাদের অবস্থান জানাল প্রেসিডেন্টের কার্যালয়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছানোর খবরে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নাকি দামেস্ক ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে গুঞ্জন ওঠেছে। তবে এমন গুঞ্জনকে অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন। 

শনিবার (৭ ডিসেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রসিডেন্ট বাশার আল-আসাদের চলে যাওয়ার খবর মিথ্যা ও গুজব। তিনি দামেস্কেই আছেন এবং তাঁর দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন।  

এই মিথ্যা খবরের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। এটি গুজব ও মিথ্যা সংবাদ। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন ও রাজধানী দামেস্কেই আছেন।

বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে সিরিয়ায় অভিযান শুরু করে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। বিদ্রোহীরা একে একে আলেপ্পো, হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা দামেস্কের দিকে এগোতে শুরু করে। শনিবার বিদ্রোহীদের বড় একটি অংশ দামেস্ককে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলে। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আসাদের দামেস্ক ছাড়ার গুঞ্জন।