গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ জন নিহত, আহত ১৩৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩৭ জন।
শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে আরও ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ১৩৭ ফিলিস্তিনি নাগরিক। এছাড়া এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করছে বিভিন্ন বাহিনী ও স্বেচ্ছাসেবী।
এছাড়া উত্তর গাজায় ইসরায়েলি হামলায় কামাল আদওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের প্রধান নিহত হয়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বক্তৃতায় এটিকে ঐতিহাসিক এবং 'ঐশ্বরিক বিজয়' বলে ঘোষণা করেছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৫ হাজার ৭০ জন।
অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।
এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।