৩৫০০ কি. মি. দূরে আঘাত হানার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত
পারমানবিক ক্ষমতাসম্পন্ন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। এটি ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই মিসাইলের সফল পরীক্ষা ভারতের পারমাণবিক হামলার জবাবের সক্ষমতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির নৌবাহিনী জানায়, বুধবার এ পরীক্ষাটি চালানো হয়। খবর এনডিটিভি।
এনডিটিভি জানায়, বুধবার নৌবাহিনীর বহরে নতুন অন্তর্ভুক্ত হওয়া পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। কে-৪ নামের নতুন এই মিসাইলের সফল পরীক্ষা ভারতের পারমাণবিক হামলার জবাবের সক্ষমতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
নৌবাহিনী জানায়, সামনে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে।
ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাট উভয় থেকেই ব্যালিস্টিক মিসাইল ছোড়া যায়। গত আগস্টে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম ভিত্তিক শিপ বিল্ডিং সেন্টারের মাধ্যমে আরিঘাটকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। আগামী বছর দেশটির নৌবাহিনীতে এই একই ধরনের আরেকটি সাবমেরিন অন্তর্ভুক্ত করা হতে পারে।