নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা হামলা
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়াতে অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই ফ্ল্যাশ বোমা দুটি নেতানিয়াহুর বাড়ির পাশে বাগানে পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই ওই বাড়িতে ছিলেন না এবং কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
রোববার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই ঘটনার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করা হয়েছে।
তিনি বলেন, ইরান এবং তাদের মিত্রদের দ্বারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন নেতানিয়াহু। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি থেকেও একই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয়।
এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, তদন্ত চলছে।
এর আগে গত অক্টোবর মাসেও উত্তর ইসরায়েলের সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সেসময়ও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ওই হামলার পেছনে জড়িত ছিল ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।