ইসরায়েলের হামলায় গাজায় ৪ ও নুসিরাতে ২ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা শহর ও মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) আল জাজিরা ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওয়াফা নিউজ জানায়, চারজন গাজা শহরের উত্তর-পশ্চিমের আল-মাশতাল হোটেলের কাছে একটি বাড়িতে এবং নুসিরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দুজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হালিমা আল-সাদিয়া স্কুলে ইসরায়েলি গোলাগুলিতে বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।