ভারতের কাছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: সংগৃহীত

ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

রণধীর জয়সোয়াল বলেন, "আমরা বারবার বলেছি যে তিনি (হাসিনা) একজন সাবেক প্রধানমন্ত্রী এবং এ বিষয়ে আমাদের অবস্থান একই।"

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলে আখ্যায়িত করা হয়। সেই প্রসঙ্গ টেনে ভারতীয় এক সাংবাদিকের এক প্রশ্নের জেরে জয়সোয়াল এ মন্তব্য করেন। সাংবাদিক জানতে চেয়েছিলেন ভারত হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে মনে করে।

বিজ্ঞাপন

এছাড়াও ওই ব্রিফিংয়ে চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি "হিন্দু ও তাদের সম্পত্তির উপর হামলার" পিছনে "চরমপন্থী" দায়ী ছিলো। তিনি বাংলাদেশ সরকারকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জয়সওয়াল দাবি করে বলেন, হিন্দুদের লক্ষ্য করে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ পোস্ট দেওয়া হয়েছে। যার থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

‘আমরা জানতে পেরেছি যে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে,’ বলেন রণধীর জয়সোয়াল।