অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে

অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করা হবে। সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর, আমি এটা সব সময় বলেছি।’

তিনি বলেন, ‘এই বছর সংসদে আইন পাস হয়ে আইন প্রণেতাদের দ্বারা অনুমোদন পাওয়ার পর খুব দ্রুতই এটি কার্যকর হবে। তবে বড়দের জন্য বিশেষ করে শিশুদের পিতামাতা কিংবা যুবকদের ওপর নিষিদ্ধ থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ব্যাপারে অভিভাবকগণ সম্মতি দিয়েছেন। ফলে নিষিদ্ধ হওয়ার পর শিশুদের কোনো ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে যোগাযোগ মন্ত্রী মিশেল রোল্যান্ড বলেছেন, ‘যেসব সামাজিক মাধ্যম শিশুদের জন্য নিষিদ্ধ করা হবে তার মধ্যে রয়েছে- মেটা প্ল্যাটফর্মের ইনস্টাগ্রাম, ফেসবুক, বাইটড্যান্সের টিকটক, এলন মাস্কের এক্স। এছাড়া অ্যালফাবেটের ইউটিউবও সম্ভবত আইনের আওতায় থাকবে।’

বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে আইন মাধ্যমে শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার এব্যাপারে এবার সবচেয়ে কঠোর।

এর আগে, ফ্রান্স গত বছর ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব করেছিল। পরে অভিভাবকদের সম্মতি না পাওয়ায় দেশটি নিষেধাজ্ঞা আরোপ করতে পারেনি।