লস অ্যাঞ্জেলেস দাবানলে দুইজনের মৃত্যু, হাজার স্থাপনা পুড়ে ছাই
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ দাবনলে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হলো লস অ্যাঞ্জেলস।
বুধবার (৮ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
দমকল প্রধান অ্যান্থনি ম্যারোন বলেছেন, প্যালিসেডসের আগুনে ৫,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং আগুন ক্রমশ বাড়ছে। আগুনে প্রায় ১,০০০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, পাসাডেনা শহরের কাছে ইটনের আগুনে দু'জন নিহত এবং একাধিক আহত হয়েছেন।
সর্বশেষ আগুনের আকার এখন প্রায় দ্বিগুণ হয়ে ২,২২৭ একর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য দাবানলের মতো, এর শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল বিভাগ বলছে, ভূখণ্ডে প্রবেশ করা এবং তীব্র বাতাসের গতির সঙ্গে তাদের মোকাবিলা করতে হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ৭০০ জন অগ্নিনির্বাপক কর্মী নিযুক্ত আছেন, স্থানীয় কর্মকর্তারা বলছেন আগুন পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই বিপজ্জনকভাবে জ্বলছে।