প্রথমবার ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ "প্রথমবারের মতো" তেল আবিবের দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।তবে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা অবকাঠামোর ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, হেজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এর আগে, হিজবুল্লাহ ইসরায়েলের বন্দর শহর হাইফার কাছে নৌ ঘাঁটি এবং তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরেকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে।
ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কার্যক্রমের কোনো ব্যাঘাত ঘটেনি।
এ হামলার জেরে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে বেশ কয়েকটি এলাকায় হামলা চালায়। এতে ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়।
আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ভোরে সাংবাদিকরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের বিমান হামলার শব্দ শুনতে পায়। হামলার পর দক্ষিণ বৈরুতের ওপরে দুটি বড় ধোঁয়া উঠতে দেখা গেছে।
লেবাননের আল জাদেদ টেলিভিশন জানিয়েছে, রাজধানীর দক্ষিণাঞ্চলে অন্তত চারটি হামলা হয়েছে।
ইসরায়েলি সামরিক আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রেই জানান, বৈরুতের চারটি আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি অবস্থান থেকে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে।
গত বছর লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫০ জনে। আর আহতের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে।