লন্ডনভিত্তিক বহুমাত্রিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) গাজাভিত্তিক সংবাদ প্রচারের ক্ষেত্রে একপেশে সংবাদ প্রচার করে বলে সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অভিযোগ করেছেন।
এ জন্য তারা বিবিসি কর্তৃপক্ষ বরাবর একটি অভিযোগপত্রও পেশ করেছেন।
বিবিসি’র সাংবাদিকেরা বলেছেন, যথাযোগ্য প্রামাণ্য দলিল ছাড়া বিবিসি খবর প্রচার করে আসছে, যা সাংবাদিকতার মাপকাঠিতে সঠিক নয়।
শনিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা সাংবাদিকদের অভিযোগের বরাত দিয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, নাম প্রকাশ না করে বিবিসি’র শতাধিক সাংবাদিক অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে, তারা সবসময় ইসরায়েলের বিরুদ্ধে সঠিক তথ্য জোগাড় করতে পারেন না। সে কারণে তারা যথোপযুক্ত সংবাদ পাঠাতে পারেন না। কিন্তু বিবিসি প্রতিবেদন, রেডিও সাক্ষাৎকারসহ বিভিন্ন খবরে ইসরায়েলের পক্ষে যায় এমন একপেশেভাবে সংবাদ সংবাদ প্রকাশ করছে।
শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট প্রথমবারের মতো বিবিসি’র সাংবাদিকদের পাশাপাশি আরো অন্তত ২শ জন সাংবাদিক, ইতিহাসবিদ, অভিনয়শিল্পী, একাডেমিশিয়ান এবং রাজনীতিবিদের সই করা একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে এই পেশাজীবীরা অভিযোগ করেন, বিবিসি’র সংবাদ প্রকাশ, রেডিও সাক্ষাৎকারে ইসরায়েলের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ প্রকাশে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতি যে অমানবিক আচরণ করছে, সে বিষয়ের যথেষ্ট প্রমাণ ছাড়াই খবর প্রকাশ করছে, যা ইসরায়েলের পক্ষে যায়।
এ বিষয়ে বিবিসি’র ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং নির্বাহী প্রধান (সিইও) শুক্রবার বলেন, ইসরায়েল যা করছে, সেক্ষেত্রে বিবিসি যে সংবাদ প্রকাশ করছে, তা দায়বদ্ধতার জায়গা থেকে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার মূল নীতিমালার ঘাটতি থেকে যায়।
বিবিসি কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ব্রিটিশ মিডিয়া সংস্থা যেমন- বিবিসি, আইটিভি এবং স্কাই সাধারণ মানুষের আস্থা ভীষণভাবে রক্ষা করে সংবাদ প্রচার করে থাকে। সুতরাং তাদের যথোপযুক্ত প্রামাণ্য তথ্যের ভিত্তিতে ভয়ভীতিহীন ও দায়িত্ব সহকারে সংবাদ প্রচার করা উচিত।