বেলুচিস্তান প্রদেশের এক স্কুলের সামনে বোমা হামলা, শিশুসহ নিহত ৭
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় মেয়েদের একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণে সাতজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচজনই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, "নিরীহ শিশুদের টার্গেট করা হচ্ছে।"
শুক্রবার (১ নভেম্বর) দেশটির গণমাধ্যম দ্য ডন'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, "শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে মাস্তুং সিভিল হাসপাতালের কাছে একটি মেয়েদের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন শিক্ষার্থীসহ মোট সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যেও রয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।
তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তিনি বলেন, জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার হাসপাতালের পরিস্থিতি তদারকি করছেন। পুলিশ পরবর্তী কোনো ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে রেখেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এর আগে মাস্তুং জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মিয়াদাদ উমরানি বলেন, আহতদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন। নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। এর ফলে একটি পুলিশ ভ্যান ও বেশ কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউসুফ রাজা গিলানি নিন্দা জানিয়েছেন।
তারা পৃথক এক বিবৃতিতে এ ঘটনায় শিশু ও পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, "একটি স্কুলে হামলা বেলুচিস্তানে শিক্ষার প্রতি সন্ত্রাসীদের বিদ্বেষের প্রবল প্রমাণ। সন্ত্রাসীদের এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড দেশের মনোবলকে ক্ষুন্ন করতে পারবে না এবং এই প্রদেশের শিক্ষা ও উন্নয়নের জন্য বেলুচিস্তান সরকার অটুট রয়েছে। বিস্ফোরণের অপরাধীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।