তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় কং-রে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাইফুন কং-রে এশিয়ার দ্বীপ দেশ তাইওয়ানে আঘাত হেনেছে। প্রায় ৩০ বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত করা সবচেয়ে বড় টাইফুন এটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে দ্বীপের পূর্ব উপকূলে এটি আঘাত হানে। খবর বিবিসি।

এর প্রভাবে দ্বীপ জুড়ে স্কুল এবং কর্মক্ষেত্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। লাখ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। তাইওয়ানের স্টক এক্সচেঞ্জসহ ৪০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

কং-রে'কে ক্যাটাগরি-৪ ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে আল জাজিরা দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাতে জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের নান্টো শহরে ঝড়ে গাছ চাপায় গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৭৩ জন। 

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কং-রে ঘণ্টায় ১৮৪ কিলোমিটার গতিতে পূর্ব তাইওয়ানে আঘাত হানে।

দ্বীপ জুড়ে প্রায় ৩৫ হাজার সৈন্য ত্রাণ তৎপরতায় সাহায্য করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আল জাজিরার এক ভিডিওতে প্রবল বৃষ্টি এবং প্রচণ্ড বাতাসের কারণে রাজধানী তাইপেই শহরের রাস্তাগুলোয় নির্জন অবস্থায় দেখা গেছে।

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, তাইওয়ানে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে টাইফুন আঘাত হানে। কিন্তু এবারই এ সময়কে অতিক্রম করে অক্টোবরে আঘাত হেনেছে টাইফুন।

উপক্রান্তীয় অঞ্চল হওয়ায় দেশটিতে প্রায়ই টাইফুনের কবলে পড়ে। এর আগে চলতি মাসের শুরুতেই টাইফুন ক্র্যাথন আঘাত হানে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছেন ৭০০জনেরও বেশি।