আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

আন্তঃমহাদেশীয় (Intercontinental Ballistic Missile-IBM) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নির্দেশে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এ পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, এই পরীক্ষা আমাদের শত্রুর বিরুদ্ধে যথোপযুক্ত জবাব।

এ পরীক্ষার মাত্র একদিন আগে দক্ষিণ কোরিয়া সতর্ক করে জানিয়ে বলেছিল, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে।

উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে, এ ঘটনা জানার পর দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

বুধবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়, রাশিয়ার হয়ে ইউক্রেনে উত্তর কোরিয়ার যুদ্ধরত সৈন্যদের ওপর নজর রাখতে ইউক্রেনে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার সৈন্যরা ফ্রন্টলাইনে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা রাশিয়ায় কী ধরনের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করছে, তার প্রভাব দক্ষিণ কোরিয়ার ওপর কীভাবে পড়তে পারে, সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল নজর রাখবে। সেই পর্যবেক্ষণে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, অন্তত ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় গেছে। এর মধ্যে ৩ হাজার সৈন্য ফ্রন্টলাইনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিচ্ছ।

এর মাধ্যমে কীভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়, তা সরাসরি অভিজ্ঞতা অর্জন করবে উত্তর কোরিয়ার সৈন্যরা। এটা দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি।

এদিকে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণকে নিন্দা জানায় ইউক্রেনের পাশ্চাত্য সহযোগী দেশগুলি।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঊর্ধ্বতন এক সহযোগী উত্তর কোরিয়া সফর করেন এবং তার সফরের পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন হুয়ি বর্তমানে রাশিয়া অবস্থান করছে। তারা পাশ্চাত্যের সমালোচনার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ওয়াশিংটন জানায়, উত্তর কোরিয়ার সৈন্যরা কুর্স্ক অঞ্চলে রাশিয়ার হয়ে ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে।