অক্টোবরের আর মোটে একদিন বাকি... এরপরেই নভেম্বর শুরু। আর ৫ নভেম্বর ভোট। যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দিন কয় মাত্র বাকি। এ অবস্থায় বুধবার দিনভর ক্যাম্পেইনেই ব্যস্ত কেটেছে দুই প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। আর শেষের দিনগুলোতে তারা বেছে নিচ্ছেন সেই সব অঙ্গরাজ্য, যেগুলো ব্যটলগ্রাউন্ড বলেই পরিচিত। সুইং স্টেটও বলা হয় এগুলোকে। যেগুলোর জয়-পরাজয়েই নির্ধারিত হয় কোন দল ক্ষমতায় যাবে- ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান।
বুধবার দুই প্রার্থীরই টক্কর হয় উইসকনসিনে। ট্রাম্প বক্তব্য রাখেন গ্রিন বে-তে। আর কমলা হ্যারিস জনসভা করেন ম্যাডিসনে।
নতুন জরিপ দেখাচ্ছে উইসকনসিন ও মিশানে অতি সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। তবে পেনসিলভানিয়ায় দু’জনের অবস্থাই এখনো সমান সমান।
গ্রিন বে-তে ট্রাম্পের দিনটা শুরু হয় প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর আক্রমণের মধ্য দিয়ে। আগের রাতে জো বাইডেনের করা এক উক্তির পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার ওপর এক হাত নেন। বাইডেনকে তিনি ক্রুক বলতেও ছাড়েননি। আগের রাতে বাইডেন নাকি ট্রাম্পের সমর্থকদের 'গারবেজ' বলে উল্লেখ করেছেন।
তবে হোয়াইট হাউস এরই মধ্যে তার প্রতিবাদ জানিয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে জানিয়েছেন বাইডেন এমন কোনো কথাই বলেননি।
ট্রাম্প অবশ্য সে প্রতিবাদে পাত্তা দেননি। তিনি বরং বাইডেনের সাথে সাথে কমলা হ্যারিসেরও সমালোচনায় মুখর রয়েছেন। এবং একই কারণে কমলাকেও দোষারোপ করছেন।
এদিকে কমলা হ্যারিস বলেছেন, তিনি কখনোই ভোটারদের নিয়ে সমালোচনার সাথে একমত নন। তবে বাইডেনের বক্তব্য ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। আরেকটি কথা হ্যারিসের সমর্থকরা বলছেন, এটাও মনে রাখতে হবে ভোটের প্রার্থী কমলা হ্যারিস নিজে, বাইডেন নন।
রাতের পরের দিকে উইসকনসিনের ম্যাডিসনে বক্তব্য রাখেন কমলা হ্যারিস। সেখানে অবশ্য তাকে গাজা যুদ্ধবিরোধীদের প্রতিবাদের মুখে পড়তে হয়। উইসকন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সমাবেশস্থলে এসে 'যুদ্ধবিরতি এখনই' এমন স্লোগান দিতে থাকে।
কমলা হ্যারিস তার বক্তৃতায় বলেন, আমরা সকলেই চাই গাজা যুদ্ধের অবসান, আর জিম্মিদের মুক্তি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতমুক্ত করতে আমি আমার ক্ষমতার সবটুকুই করবো। পরে যখন আরও স্লোগান উঠছিলো- হ্যারিস বলেন, প্রত্যেকেরই অধিকার রয়েছে, তাদের কথা শোনা হোক, তবে এখন আমি কথা বলছি, আমাকে বলতে দিন।
ওদিকে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প ও তার সমর্থকদের দেওয়া বক্তব্যে সমালোচনার ঝড় থামছেই না। বিশেষ করে পোর্টোরিকো ও তার জনপ্রিয় কৌতুক অভিনেতাকে নিয়ে কটূক্তির জেরে বুধবার ট্রাম্পের প্রতি এনডোর্সমেন্ট তুলে নিয়েছেন ল্যাটিনো সুপারস্টার নিকি জ্যাম। ইনস্টাগ্রামে তার রয়েছে ৪৩.৫ মিলিয়ন ফলোয়ার।
এদিকে নতুন জরিপে মতে উইসকনসিন ও মিশিগানে নীল দেয়ালটা লাল দেয়ালের চেয়ে কিছুটা স্ফীত দেখাচ্ছে। সেটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে এই দুই অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের পাল্লা কমলা হ্যারিসের দিকেই ঝুঁকে পড়বে। তবে পেনসিলভানিয়ায় এখনো দুই দল সমানে সমান। আর এই তিন ব্যাটলগ্রাউন্ডের মধ্যে পেনসিলভানিয়ার ইলেক্টোরাল কলেজের সংখ্যাই সবচেয়ে বেশি।
বুধবার দিনের প্রথম দিকটায় কমলা হ্যারিস ছিলেন নর্থ ক্যারোলিনার র্যালিগে। সেখানে তিনি সেই বিভক্তির বিপরীতে একতার কথাই বলে আসেন। আর সকলের জন্য একটি কমন গ্রাউন্ডের কথাই জোর দিয়ে বলেন, এমনকি তাদের জন্যও যারা তার বিরোধিতা করছেন। নর্থ ক্যারোলিনা থেকে তিনি ছুটে যান পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে। সেখানেও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন।
গ্রিনবে-তে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, পেনসিলভেনিয়ায় তার দল বেশ ভালো করছে। সেখানে ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিলো, সেগুলোর ব্যাপারে নজর দেওয়া হচ্ছে, বলেই জানান ট্রাম্প।