আইসিজেতে ইসরায়েলের গণহত্যার নথি দিয়েছে দক্ষিণ আফ্রিকা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাখিল করেছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

বিজ্ঞাপন

আল জাজিরা জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাখিল করেছে দক্ষিণ আফ্রিকা। দাখিল করা ওই নথিতে গণহত্যার সব প্রমাণ রয়েছে। 

ওই নথিতে কীভাবে ইসরায়েল সরকার গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ধ্বংসের জন্য গণহত্যা চুক্তি লঙ্ঘন করেছে তাও উল্লেখ করা হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার আনা মামলা আইসিজেতে প্রমাণ হয়েছে। সংস্থাটি জানায়, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তার প্রমাণ মিলেছে। গণহত্যার প্ররোচনা রোধ ও শাস্তি এবং মানবিক সহায়তার বিধান বাড়ানোর জন্য আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়ে ইতিমধ্যেই সেই মামলায় একটি প্রাথমিক রায় ঘোষণা দিয়েছে।

মে মাসের ওই রায়ে আইসিজে গাজায় আশ্রয় নেওয়া কয়েক হাজার ফিলিস্তিনিকে "প্রচুর ঝুঁকি" উল্লেখ করে রাফাহতে হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েল জাতিসংঘের আদালতকে অমান্য করে রাফাসহ গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে।