ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির এক্স অ্যাকাউন্ট 'বন্ধ'

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট করার পরই অ্যাকাউন্টটি স্থগিত করা হলো।

রোববারের সর্বশেষ পোস্টে খামেনি লিখেছিলেন, জায়োনিস্ট শাসকরা ভুল করেছে। ইরান নিয়ে তাদের হিসাবে ভুল আছে। জাতি হিসেবে ইরানের ক্ষমতা, সক্ষমতা, উদ্যোগ ও অভিলাষ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হবে।

হিব্রু ভাষার প্রথম পোস্টটি ছিল শনিবার। সেখানে তিনি লিখেছিলেন, 'পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর দুটি পোস্টই এসেছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার পর এই অ্যাকাউন্টে দুইটি পোস্ট করেন খামেনি।

এক্সে মূল অ্যাকাউন্টে করা পোস্টে খামেনি বলেন, ইসরায়েলি বিমান হামলাকে ছোট করে দেখারও কিছু নেই, বড় করে দেখারও কিছু নেই।