লেবাননে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২০২৩
লেবাননের বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ৯ হাজার ৫শ ২৬ জন।
শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজার ২৩ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১২৭ শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ৯ হাজার ৫২৬ জন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লেবাননে নজিরবিহীন টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয়। যার তীব্রতা এতই বাড়ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে।