দ্বিধায় ভুগে নির্ধারিত এয়ারপোর্টে উড়োজাহাজ অবতরণ করাননি পাইলট!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিধায় ভুগে নির্ধারিত এয়ারপোর্টে উড়োজাহাজ অবতরণ করাননি এক পাইলট এমনটাই প্রকাশিত খবরে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের টেলিভিশন এনডিটিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইট সম্প্রতি জ্যাকশন হোল এয়ারপোর্টে অবতরণ করার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ে সেখানে সেটি অবতরণ করানো হয়নি। পাইলট দ্বিধায় পড়ে যাওয়ার কারণে উড়োজাহাজ ‘ডাইভার্ট’ করেছেন তিনি।

কারণ হিসেবে বলা হয়েছে, অবতরণের আগমুহূর্তে আঞ্চলিক উড়োজাহাজ সংস্থা স্কাইওয়েস্টের ফ্লাইট ৩৪৯১-এর এয়ারহোস্টরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করেন। এই সময়েই হঠাৎ করে পাইলট ইন্টারকমে যাত্রীদের উদ্দেশে বলেন, জ্যাকসন হোল এয়ারপোর্ট অবতরণ করার অনুমতি পাওয়া যায়নি। ফলে আমাদের ফ্লাইট এ এয়ারপোর্টে অবতরণ না করে উটাহ-র সল্ট লেক সিটি এয়ারপোর্টে অবতরণ করার জন্য ‘ডাইভার্ট’ করা হচ্ছে।

সেসময় ওই এয়ারপোর্টে এমব্রায়ার ইআরজে ১৭৫-এর দুটো জেটপ্লেন অবতরণ করা অবস্থায় ছিল। এরপর উড়োজাহাজ সংস্থার অন্য পাইলট এলে দেড় ঘণ্টা পর সেই ফ্লাইটটি জ্যাকশন হোল এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থা এক বিবৃতি জানায়, তাদের ভেতরকার কিছু ত্রুটিজনিত কারণে এই অবতরণ বিভ্রাট ঘটেছে।

সংস্থাটি আরো জানায়, তাদের সব পাইলটই যোগ্য। শুধুমাত্র ক্রুদের ভুলের কারণে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।