নাইজেরিয়ায় নদীতে নৌকায় বিস্ফোরণ, নিহত অন্তত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত (প্রতীকী)

ছবি: সংগৃহীত (প্রতীকী)

নাইজেরিয়ার উপকূলীয় রাজ্য বেয়েলসায় একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ আগস্ট) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বুধবার বেয়েলসায় একটি নদীতে কাঠের তৈরি ওই নৌকাটিতে উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বলেছেন, পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।

গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে প্রতিবছরই নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।