ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। এরমধ্যে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

এছাড়াও, ইসরায়েলি সেনাদের একটি সামরিক যান লক্ষ্য করেও হয়েছে হামলা। এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। এরমধ্যে অন্তত সাতজনকে নেয়া হয়েছে হাসপাতালে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে সেনাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।

তবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ হিজবুল্লাহ যোদ্ধা। লেবাননের রাজধানী বৈরুতেও উড়তে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট।