পদচ্যুত হলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়াল ও তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদ থেকে সরিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকেই রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বিজ্ঞাপন

নিতিন আগরওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।

গত বছরের জুনে বিএসএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নিতিন আগরওয়াল। অন্যদিকে খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নিতিন আগরওয়ালের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বয় দক্ষতা দেখাতে পারেননি।

বিএসএফে এখন ২ লাখ ৬৫ হাজার সদস্য রয়েছে। এই সদস্যরা পশ্চিমে পাকিস্তান সীমান্তে ও পূর্বে বাংলাদেশ সীমান্তে নিযুক্ত রয়েছে।