কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭, নিখোঁজ প্রায় ২০০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১৮৬ জন। এখনো নিহত রয়েছেন আরও ১৯১ জন। এদিকে টানা ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে জীবিতদের উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

এছাড়া ভারি বৃষ্টি অব্যাহত থাকায় দুর্যোগ এলাকা ওয়েনাদের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করাও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ২২ জন শিশু। একজনের লৈঙ্গিক পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সম্পূর্ণ মৃতদেহের পাশাপাশি উদ্ধার হচ্ছে দেহাংশও। এ পর্যন্ত ৬১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর এনডিআরএফ, সামরিক বাহিনী ও স্থানীয় লোকজনের সমন্বয়ে পরিচালিত হচ্ছে উদ্ধারকাজ।