মহড়া শুরু করেছে রুশ নৌবাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নৌবাহিনীর সামরিক নিয়ন্ত্রণ সংস্থাগুলির ক্রিয়াকলাপ পরীক্ষা করতে পরিকল্পিত মহড়া শুরু করেছে রাশিয়ার নৌবাহিনী। এই মহড়ায় জাহাজের ক্রুদের প্রস্তুতি, নৌ বিমান চলাচলের ইউনিট এবং রাশিয়ান নৌবাহিনীর উপকূলীয় সেনাদের দক্ষতা পরীক্ষা করাও মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (৩০ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মহড়ায় ৩০০টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ২০ হাজার কর্মী থাকবে। এছাড়া ৫০টি বিমান ও ২০০টির বেশি সামরিক ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম প্রশিক্ষণে জড়িত থাকবে।

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, সাবমেরিন-বিরোধী অস্ত্র এবং প্যাসিভ হস্তক্ষেপের অনুশীলনসহ ৩০০ টিরও বেশি যুদ্ধ অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে।

এই মহড়া চলছে আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের পাশাপাশি বাল্টিক ও ক্যাস্পিয়ান সাগরে।

সামরিক বাহিনীর বিবৃতিসহ একটি ভিডিওতে দেখা গেছে, যুদ্ধজাহাজগুলো রাশিয়ার সুদূর পূর্ব বন্দর ভ্লাদিভোস্টকের রাস্কি ব্রিজ অতিক্রম করছে, ক্রুরা নৌ আর্টিলারি গুলি করছে এবং অফিসাররা কমান্ড পোস্ট থেকে তাদের ঊর্ধ্বতনদের কাছে রিপোর্ট করছে।

উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার দুই দিন পর এই মহড়ায় অংশ নেয়।