গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত আরও ৬৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: এএফপি

ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আরও ৬৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

রোববার (২৮ জুলাই) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আর ৬৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ২৪১ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। ওই দিন থেকেই গাজায় উপত্যকায় হামরা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে যোগ দেয় স্থল বাহিনীও।

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৯ হাজার ৩২৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৯০ হাজার ৮৩০ জন। যাদের মধ্যে ২০ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নয় মাসেরও বেশি ধরে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত এ হামলায় গাজার স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।