বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশের আয় এক দশকে ৪২ ট্রিলিয়ন বেড়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ ব্যক্তি তাদের আয় গত এক দশকে মোট ৪২ ট্রিলিয়ন বাড়িয়েছে।

অক্সফাম বলেছে, ৪২ ট্রিলিয়ন আয় বিশ্বের মোট দরিদ্র জনসংখ্যার কাছে থাকা সম্পদের প্রায় ৩৬ গুণ বেশি। তা সত্ত্বেও বিশ্বজুড়ে বিলিয়নিয়াররা তাদের সম্পদের ০ দশমিক ৫ শতাংশেরও কম সমতুল্য কর প্রদান করছেন। গত চার দশকে তাদের আয় বার্ষিক গড়ে ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

অক্সফামের গবেষণায় আরও দেখা গেছে, জি-২০ দেশগুলির শীর্ষ ১ শতাংশ উপার্জনকারীদের আয় গত চার দশকে ৪৫ শতাংশ বেড়েছে। এর বিপরীতে তাদের আয়ের উপর শীর্ষ করের হার প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। 

তাদের এই অতিমাত্রার সম্পদের ওপর কমপক্ষে বছরে ৮ শতাংশের নেট সম্পদ কর কার্যকর করার আহ্বান জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। উল্লেখ্য, বিশ্বের ধনকুবেরদের পাঁচজনের মধ্যে প্রায় চারজনের বাস এই সংগঠনের আওতাধীন দেশগুলোতে।

অতি ধনী ব্যক্তিদের উপর করারোপ করার প্রধান আলোচ্যসূচি নিয়ে ব্রাজিলে জি-২০ সংগঠনের অর্থমন্ত্রীদের নিয়ে তৃতীয় বৈঠকের আগে এমন তথ্য তুলে ধরেছে ব্রিটিশ বেসরকারি সংস্থা অক্সফাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) শীর্ষ সম্মেলনের আগে এনজিওটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এই বিপর্যয়কর বৈষম্য সত্ত্বেও, ধনীদের উপর কর ‘ইতিহাসের সবচেয়ে নিম্ন’ পর্যায়ে নেমে গেছে উল্লেখ করে এই এনজিওটি বাকি বিশ্বের সাথে ‘অশ্লীল মাত্রার’ বৈষম্যেও চরম পরিণতির ব্যাপারে সতর্ক করেছে।’

বিশ্বের জিডিপি’র ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী দেশগুলোর গ্রুপ জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতি ব্রাজিল অতি-ধনীদের কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে।

রিও ডি জেনিরোতে এই সপ্তাহের শীর্ষ সম্মেলনে গ্রুপের অর্থমন্ত্রীরা অতি-ধনী ব্যক্তিদের উপর শুল্ক বাড়াতে এবং বিলিয়নিয়ারদের ট্যাক্স সিস্টেম ফাঁকি দেওয়া রোধকল্পে উপায়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগে কোটিপতি এবং অন্যান্য উচ্চ-আয়ের উপার্জনকারীদের কর পদ্ধতি নির্ধারণ জড়িত।

বৃহস্পতিবার ও শুক্রবার শীর্ষ সম্মেলনে প্রস্তাবটি নিয়ে তীব্র বিতর্ক হওয়ার কথা। ফ্রান্স, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া এবং আফ্রিকান ইউনিয়ন প্রস্তাবের পক্ষে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে এর বিপক্ষে।

অক্সফাম এটিকে ‘জি-২০ সরকারের জন্য সত্যিকারের লিটমাস পরীক্ষা (সিদ্ধান্ত ও মতামত)’ বলে অভিহিত করেছে।

অক্সফাম ইন্টারন্যাশনালের বৈষম্য নীতির প্রধান ম্যাক্স লসন বলেছেন, ‘অতি ধনীদের উপর কর বৃদ্ধির গতি অনস্বীকার্য।’