ফিলিপাইনে টাইফুন 'গায়েমি'র প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে ২১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাইফুন গায়েমির প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভারী বৃষ্টিপাত, ব্যাপক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা গনমাধ্যম সিনহুয়া।

বিজ্ঞাপন

গণমাধ্যমটি জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৭ জন, ক্যাভাইট প্রদেশে তিনজন, বাতাঙ্গাস প্রদেশে পাঁচজন এবং রিজাল প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বুলাকান প্রদেশে একজন এবং পামপাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস সিটিতে আরও দুজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরে ফিলিপাইনে আঘাত হানা তৃতীয় টাইফুন গায়েমির প্রভাবে ম্যানিলাসহ অনেক অঞ্চলে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

টাইফুনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাগুলোর অনেক বাড়িঘর ও গাড়ি ধ্বংস হয়েছে এবং ভেসে গিয়েছে।