রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালুগা এলাকায় একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সকল ক্রু প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

একজন স্থানীয় কর্মকর্তার বরাতে রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হেলিকপ্টারটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, কালুগা অঞ্চলের জনবসতিহীন এলাকায় এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে...ক্রুরা মারা গেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হেলিকপ্টারে কয়জন ক্রু ছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়।

এমআই-২৮ একটি সোভিয়েত আমলে নির্মিত হেলিকপ্টার। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।

মূলত দুই আসন বিশিষ্ট এই হেলিকপ্টারের মালামাল বহনের সক্ষমতা নেই বললেই চলে—যুদ্ধে বা হামলার কাজেই মূলত এর ব্যবহার হয়ে থাকে।