ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন সঙ্গী বেছে নিলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন সঙ্গী বেছে নিয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে এ পদের জন্য ঘোষণা করেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প নিজেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন।

সোমবার (১৫ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এদিন উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাম্প।

সাবেক রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় তার এমন সিদ্ধান্ত ঘোষণা করার সাথে সাথে সম্মেলনে উপস্থিত জনতা "জেডি" স্লোগানে ফেটে পড়েন। 

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয় দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।