সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১, আহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশেপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সৈন্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জন।

রোববার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলে দুটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এমন হামলা চালিয়েছে। হামলাটি সিরিয়ার সামরিক কমান্ড সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার মধ্যরাতের পর ইসরায়েলি বিমান হামলায় একজন সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।

সংস্থাটি আরো জানায়, দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। সেনাবাহিনীর অবস্থান এবং ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।