অবৈধ বিয়ের মামলা থেকে খালাস পেলেন ইমরান খান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে অবৈধ বিয়ের মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার (১৩ জুলাই) ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

আগের স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্দত পালন না করে ইমরান খানকে বুশরা বিবির বিয়ের মাধ্যমে ইসলামি বিবাহ আইনের লঙ্ঘন হয়েছে অভিযোগ করে গত ফেব্রুয়ারিতে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেন আদালত। পরে সেই সময় এই দম্পতিকে সাত বছরের কারাদণ্ডের সাজা দেন আদালত। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাজার বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করে তাদের খালাস দিয়ে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

‌‌রয়টার্স বলছে, অন্য কোনও মামলায় আটক রাখার প্রয়োজন না হলে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারে এই দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কথা জানানো হয়েছে। এর ফলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে কারাগারে আটকে রাখার মতো আর কোনও মামলা অবশিষ্ট নেই।

ইমরান খানের পিটিআই বলেছে, গত বছরের মে মাসে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতারের পর সামরিক বাহিনীর ও অন্যান্য রাষ্ট্রীয় স্থাপনায় সহিংস হামলা চালায় পিটিআই কর্মীরা। সহিংস এই ঘটনার সাথে যুক্ত অন্য তিনটি মামলায় শনিবার ইমরান খানের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ৯ মের সহিংসতার ঘটনায় ইমরান খান ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় গত সপ্তাহে জামিন বাতিল করেছেন ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। তবে ইমরান খানের কারাগারে বন্দিদশা দীর্ঘায়িত করতেই জামিন বাতিলের এই আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।